বর্ষপূর্তি


কান্না হাসির পোটলা বেঁধে বর্ষভরা পুঁজি ;
বৃদ্ধ বছর হল উধাও গুটিয়ে পাত্তারি।
ঝাড়ুর গুতোয় ধুলো ঝেড়ে , পুরনো ঘর নতুন সাজে - এলো বর্ষপূর্তি !
শিবের গাজন চড়ক মেলায় , নীলের উপোস শেষ বেলায় -
কাঁচা হলুদ আর নিম পাতা মেখে – এলো রে সংক্রান্তি I


চৈত্র সেলের হাঁকে , খুশিতে মন নাচে -
এলোমেলো মনগুলো সব , মিশছে পাঁচন স্বাদে I
এলো রে এলো নতুন বছর - পান্তা ভাতের গন্ধে –
ঘরে এলো লক্ষ্মী-গণেশ , এলো নতুন বেশে I
স্বপ্ন যত দেওয়াল আঁকে স্বস্তিকেরই আলপনাতে I
ইচ্ছে কত মেলে ডানা ক্যালেন্ডারের নতুন দিন লিপিতে I


জবার মালা মায়ের ডালায় , নতুন বছর হালখাতায় -
মিটিয়ে ক্ষত , ভুলিয়ে যত ; নতুন কিছুর অপেক্ষায় I
কালবৈশাখীর ঝরা পাতায় আনলো নতুন বছর I
ধুতি-পাঞ্জাবীর বাবুয়ানায় এলো নতুন বছর ;
তৃপ্তি সুখের উন্মাদনায় , এলো বোশেখের প্রথম ভোর I