ক্যান্সার


ঢুকেছে ক্যান্সার আমার শরীরে বহুদিন
তবু নাটকের ইচ্ছেটাকে আমার;
মারতে পারিনি কোনদিন I


মঞ্চে জীবন্ত আলেকজান্ডারের কাছে;
চাইনি রাজত্ব –
চাই শুধু মরতে রাজবেশে রাজার মতো I


লালন পায়না খুঁজে, মনের মানুষের খোঁজ;
সামনে আসে সে আমার, প্রথম সারিতে রোজ !


সিনেমাওয়ালা চুরি করে শিল্পীর অভিনয়,
নাটক দিয়েছে শুধু স্বাধীনতা আমায় I


সোপানে যতই রই, নিষ্ফল ফলের হতাশার দলে I”
শ্রোতার তৃপ্ত হতে, “ভ্রষ্ট নাহি হই” I


জুলিয়াস আমার শিহরিত হয়,
প্রতারণার ফাঁদে –
জীবন মরণের এই খেলায়
বিধাতা, তুমি কি সত্যিই ব্রুটাস ?
এভাবে ধরা দিলে ?


আমার বৃদ্ধ শাজাহান, মুক্তি চায় করজোড়ে –
স্তব্ধ গোটা অডিটোরিয়াম; গম-গম করে
ওথেলোর নিষ্ঠুর চিৎকারে I


করুণ আকুতিতে থেমে যায় ডেসডিমোনা;
নিমেষে ম্লান হয়ে যায় কেমোর অসহ্য যন্ত্রণা I


ফ্লাডলাইট আর হাজার করতালি,
মরার আগে মরতে চাইনা আমি I
বেঁচে থাকুক আমার কৃষ্টি, সপ্তপদী I
বেঁচে থাকুক এক জীবন্মৃত ক্যান্সার শিল্পী I



( শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় একজন কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব I তিনি একজন ক্যান্সার রোগী ছিলেন I  তিনি জানতেন মৃত্যু অবশ্যম্ভাবী I তবুও তার কৃষ্টির প্রচেষ্টাকে ব্যহত করতে পারে নি I জরাজীর্ণ রোগব্যাধি নিয়েও একের পর এক অসাধারণ অভিনয়ের প্রাণ প্রতিষ্ঠা  করে গেছেন I তাঁর প্রতি এই শ্রদ্ধাঞ্জলি রচনা I