চাঁদমামা



জন্ম হতেই মাগো আমায় বলো তুমি খালি .
ওই যে তোর চাঁদ মামা , আকাশ পানে তার বাড়ি I
কান্না তোর থামলে পরে , তোকে নিয়ে দেব পাড়ি I
ঠাম্মা বলে , আয় না সোনা , চাঁদের পানা ,
আয় না একগাল দেখি -
চরকা কাটে চাঁদের বুড়ি , ওই যে চাঁদের ঘরবাড়ি I
পাইনা তাকে ছুঁতে , পাই দেখা সেই পক্ষকালে ;
ভাবি বসে দিনের শেষে , সকাল হলে যায় মিলিয়ে ;
এ আমার কোন মামা , পরায় টিপ ঘুমের ঘোরে !! -
মা কি আমায় আপন মনে মিছে কথা বলে ?


বড় হয়ে খোকার মনের সন্দ যে আজ কাটে ,  
স্বপ্নে ভরা চন্দ্রযান নামলো চাঁদের বুকে ! -
খুশির রবে উঠলো নেচে আপামর ভারতবাসী ।  
চাঁদের বুড়ি কি করে জানবো এবার জানি ।
মামা বলে  , আমার ঘরে আলো করে , এলো বিক্রম-প্রজ্ঞান ;
বিজ্ঞানী হয়ে সফল তোরা বাড়লো আমার মান I
বাঁধ ভেঙেছে চাঁদের হাসি , উছলে পড়ে আলো I
রাখ রে তোরা কুটকাচালি , জীবন সার্থক হলো  I
মা -ঠাম্মার গল্প গাঁথা , মিথ্যে আজ কই ! -
চাঁদ মামার কোলে উঠে দু’চোখ ভরে ছুঁই I