দাবদাহ


পুড়ছে মানুষ , পুড়ছে ঘর ;
কাঠফাটা রোদ্দুর , চৌচির প্রান্তর ;
হয়েছে অনেক খ্যামা দাও প্রভু !
নাজেহাল গরমে , উষ্ণতা চরমে ;
গাছপালা আকাশে , চাতকের মত চেয়ে ;
বৃষ্টি চাই শুধু !

গরমে হাঁসফাঁস , বুঝি বন্ধ হবে নিঃশ্বাস
লস্যি আর শরবতে ক্ষনিকের দীর্ঘশ্বাস ;
মাঠ ঘাট খা খা চারিদিক ধুধু ;
চড়ছে পারদ , বইছে লু ,
তবু , এক পশলা বৃষ্টির হাপিত্যেশ শুধু !
মেঠো পথে বাজার হাটে , ক্লান্তি ভেজা ঘামে ;
বাসের ট্রামে পিচ গলা রাস্তা ঘাটে ;
পেপসিতে স্বস্তির চুমু !

অলস দুপুরে , ধুঁকছে কুকুরে ,
জলীয় বাষ্পের খোঁজ আবহাওয়া অফিসে ;
শুকনোপুকুর পাতা ভেজা জলে –
কৃতকর্মের অভিশাপ !
গরম এলেই জাগে বৃক্ষরোপণের মন্ত্র পাঠ
উন্নয়নের টবে নিছক কর্তব্য ওইটুকু ;
তবু , বৃষ্টি চাই শুধু !