ডাক্তার


ও ডাক্তার , তুমি যে বড় ডাক্তার !
5 মিনিটে ধরবে রোগ , এ তোমার কেমন বিচার !
ধরেছে ঘুন আমার শ্বাসে - তোমার বিশ্বাসে –
ছড়িয়েছে মারণ রোগ শহরে গ্রামেগঞ্জে –
ধুঁকছে সমাজ , ভুগছে রোগী জর্জরিত অক্টোপাসে I
লাভের গুড় কেন চাও খেতে পিছন দরজা ঠেলে !
সমাজ অবক্ষয়ের তুমিও কি শরিক চেনা গড্ডলিকা প্রবাহে ?
তোমারই হাতে বেঁচে ওঠে কত মুমূর্ষু রুগী ,
তোমারই অবহেলায় প্রাণ যায় কত অসহায় নরনারী I
পেশাদারী জীবনে লোভ বাড়ায় কত কমিশনের হাতছানি ,
মন্দ-ভালোর চোরাস্রোতে মিথ্যে হয় তোমার শপথের বুলি !
দিয়েছে যশ , দিয়েছে প্রতিষ্ঠা তোমায় ডাক্তারি I
তাকে নিয়ে করো অবহেলা , করো ব্যবসা তুমি ?
শপথে কি তোমার লেখা থাকে ভেদাভেদের ঘ্রাণ ?
তবে কেন আপন-পর , পায় না সমান দাম  ! -
বেড়েছে সন্দেহ, কমেছে ভরসা ;
জানি , সাধারণের অগোচরে তোমার অক্ষমতা I
তবু তুমি অলৌকিক , সব রোগ ফেলবে সারিয়ে !
এ অলীক চিরন্তন, মনে সবার গাঁথা I
সকাল-সন্ধ্যে-রাত দুপুরে পাঞ্জা লড়ো যমের সাথে ;
ব্যর্থ হলেই তুমি খবরের ক্যাপশনে !
ভাঙচুর , মারামারি , মারধর এ কি পরিণতি !!! – জল-জ্যান্ত ভগবানের !
ঝাপসা আলোয় যতই থাকো তুমি নির্বিকার  -
বিবেকের আদালতে করো তুমি , তোমার বিচার I
জীবন মরণের তুমিই যে অংশীদার I
ও ডাক্তার , তুমি যে বড় ডাক্তার ! -