ধর্ষক


সে হারিয়েছে বোধশক্তি , বিচারবুদ্ধি ;
সে হারিয়েছে মায়া , মমতা , ভালবাসা ;
সে হারিয়েছে দুঃখ-শোক-জ্বালা-যন্ত্রণা I
সে হারিয়েছে ভালো-মন্দের তারতম্য ,
কঠিন অপরাধেও সে নয় কিঞ্চিৎ অনুতপ্ত ;
সভ্য সমাজে কি সে থাকার যোগ্য !
সে পাগল নয় , বিকৃত মস্তিষ্ক সম্পন্ন I
নারীর যোনিতে যন্ত্রণার ছটফটে -
সে উল্লাসিত বিশ্বজয়ের উল্লাসে !
সে তৃপ্ত নারীর শরীরে শুকনো রক্তের দাগ দেখে !
শিশু-কিশোরী-যুবতী -বৃদ্ধা শুধুই সম্ভোগের কারণ ,
মনুষ্যত্বের কাছে পশুত্ব মেনেছে হার ;
পিটুইটারির অধিক ক্ষরণে , হয়েছে বিবেক পশুত্বে পূরণ I
তার তীব্র পৈশাচিক লালসার শিকারে নারীর শরীর ক্ষতবিক্ষত ;
তার লালসার লোলুপ দৃষ্টিতে নারী শুধু আজ মাংসপিণ্ড !
তার স্থান যাবজ্জীবনে কালো কুঠুরিতে নয় ,
তার স্থান ফাঁসির রঙ্গমঞ্চে নয় ,
মধ্যযুগীয় বর্বর বধ্যভূমি আজ তারই অপেক্ষারত  !
কলোসিয়ামের হিংস্র পশুগুলো ক্ষুধার্ত তারই জন্য I
সে সভ্য সমাজের এক ধর্ষক I