দূরবীন


শুরুটা হলো তবু, শেষ রক্ষা হলো না  আর
পলকা হাওয়ায় যায় উড়ে, মরা শাল পাতা I
ভালোবাসার বাঁকে পথ হারায়, আমার পরিণীতা I
বোঝা হল ভুল, মিলবে দুই মেরু এক বিষুবরেখায় –
ভাঙ্গা চালটা প্রহর গণে, ঝড়ের প্রতীক্ষায় I
অপেক্ষায় তোমার নতুন গল্প, নতুন অপেরায়;
পাবে নাকো আমায় আর,
তোমার ঐ পুতুল খেলায় I
কেটেছে কিছুক্ষণ, সোনালী আলোতে –
আপোষের অশনি সংকেত ঠেকেছে দেয়ালে,
আবেগ মোড়া জীবন, সাজালে মরীচিকার মাঝে -
বাস্তব গেছে হারিয়ে, চোরাবালির গ্রাসে I
একই বিছানায় সীমা টানে, শোয়া পাশ বালিশ;
কাকে জানাবে সে, অভিযোগের নালিশ  I
ভালোবাসার কঠিন মুহূর্ত হলো; আজ বেওয়ারিশ I
পাওয়া না পাওয়ার লিস্ট যত লম্বা হতে চায় -
অনুভূতির টান, পদ্মপাতায় অসহায় I
রান্নাঘরে বাসনের ঠোকাঠুকি, আজ বড় ক্লান্ত;
সুপ্ত আগ্নেয়গিরি তবু, শান্ত, নিস্তব্ধ I
ব্যর্থ আমি, খোয়া গেছে সিন্দুকের চাবি;
পোশাকি আলাপ, তোমার অভিধানে হল বিশেষ দামী I