এসেছে শরৎ


নীল আকাশের বুকে ওড়ে , পাহাড়ি মেঘের ছবি -
রোদ্দুর-ছায়া করছে খেলা, খেলছে লুকোচুরি ;
ছাগতাড়ুয়া বৃষ্টির ফাঁকে রামধনুর উঁকিঝুঁকি -
মনের ক্যানভাসে বুলোই খালি রংবেরঙের তুলি I
শিশির ভেজা ঘাসে শুরু শরতের পায়চারি ;
তবে কি এবার নিল বিদায় বৃষ্টিভেজা মৌসুমী I


শিউলি ঝরা ভোরে, উঠলো রে মন নেচে -
হিমেল হাওয়া লাগলো বুঝি আমন ধানের ক্ষেতে I
শাপলা-শালুক-পদ্ম ফোটে যত শান্ত দিঘির জলে -
বাঁশ বীথিকা মুখর যেন , সাদা বকের গুঞ্জনে I


টগর-বকুল-চম্পা-চামেলি সেজেছে থরে থরে -
ফুলের গন্ধে ভ্রমর , ফড়িং আসছে রে দল বেঁধে I
জ্যোৎস্না রাতে হুতুমপেঁচা ডালের ফাঁকে ফাঁকে ,
মুখ নামিয়ে দিচ্ছে ডাক , ডাকছে যেন কাকে !-


ঝিরঝির বাতাসে ছন্দ তোলে কাশফুলের বন -
উল্লাসে ভারি আটখানা তাই বুনোহাঁসের দল ,
কুয়াশা মাখা প্রকৃতি পেল নতুন স্পন্দন –
কিসের তরে সবার মনে জাগল আলোড়ন ! -
উৎসবের ছোঁয়া লাগলো প্রাণে মাতলো ত্রিভুবন I