গণতন্ত্র !


বাঁশি বাজিয়ে মোরগ লড়াই
হাততালি দিয়ে দেখবে সবাই ;
পাঁচ টাকার ডিম ভাত পেলে ভাই;
আর কি মোদের চাই !
ঝরবে রক্ত, হবে খালি
কত মায়ের ভরা কোল I
বিশ্বাস-আবেগ বিকিয়ে সব
মিথ্যা হবে প্রতিশ্রুতির বোল I
অনুপ্রেরণার ঘটকালিতে
স্বার্থ নিজের কেড়ে নিতে -
দেখা হবে ভোটের ময়দানে ,
তোমার-আমার খেলা হবে I
আমাদের ভোটে জিতছিস তোরা
আমাদেরই উপর যত ভ্রুকুটি -
মানুষের নামে লুটের দল এরা,
গণতন্ত্রের শোষক পরজীবী I
পক্ষে-বিপক্ষের মেকি অভিনয়ে
মস্ত এরা কুশীলব -
খেলার শেষে, শাসক-বিরোধী
খায় কাটলেট একসাথে সব I
সর্বহারা তুমি আমি
জনগণের পয়সায় ওরা ভোগী –
নানান-নানান প্রকল্প মানে
হরেক মগজ ধোলাই ;
ফি-বছর ভোট আসলে‘পরে
মরা মনে তবু আশা জাগাই I