গোধূলি
৩                                                         ০৭/০৩/২০২০


আমাকে দেখনি বহুদিন, আমিও দেখিনি তোমায়
অথচ একই নক্ষত্রের নিচে তবুও আমরা
ঝড় বৃষ্টি থেকে বাঁচতে সেদিন,
দিয়েছি ছুট দু’জনে হাত ধরে I
একই ছাতার তলে মিশেছে চার-পা কতবার !
তখনও কি বলেছিলে,
বাঁকের পরে রাস্তা দু’জনের দুদিকে হবে ?
তারারা নিভে গেছে কবে –
তবু ছায়াপথটুকু গেছে রয়ে I
সময় বছর যায় বয়ে, জায়গা তবু বদলায় না,
খুনসুটি, নাক ফোলা অভিমান, প্রথম অপেক্ষা I
সেদিন তুমি হয়েছিলে বিজয়ী
হারিয়ে গেছি আমি রোমন্থনে;
বাবুল বোনা পথে I
তোমার ছোঁয়া অশ্বথ পাতাটা, আজও
ঘুমিয়ে আছে ‘গীতবিতানের’ ভাঁজে I
আমার প্রথম পুরস্কার ‘মায়ামৃগ’;
আজও কি আছে সযত্নে, তোমার দেরাজে ?
মাঝে মাঝে এসে পড় ধ্রুব তারার মত -
আজও যখন দেখা হয়, কথাগুলো হয় এলোমেলো;
দীর্ঘনিঃশ্বাস পড়ে বারে বারে-
হাসি ঠাট্টার মাঝে, কেন জানি প্রাণ দুটো;
অন্য গল্প করে I