জীবন জিজ্ঞাসা


জিতবো আমি , জিতবে তুমি
জিততে কে না চায় ?
হারতে হারতে জেতার মজা ,
ক’জন ভাগে পায় ?


হারছি আমি , হারছো তুমি ;
হারার মতো হারাও কঠিন কাজ I
জেতার লড়াই কঠিন হলে ,
তোমার বাজিমাত I


হারছো হারো, জিততে শেখো ;
হারার সঠিক কারণ খোঁজো I
লক্ষ্যে তোমায় যেতে হলে ,
লড়াইটা চালিয়ে যেও I


সারা জীবন জিতবে তুমি , বেকার সে বাঁচা ,
হার-জিতের ছন্দে ভরা , তৃপ্তি মেলে আশা I
ধাইবে জেনো তোমার পিছু , তোমার নিন্দুকেরা -
ডিঙিয়ে বাধা , পেরিয়ে হতাশা , আসবে তবে সফলতা I


সফলতার নেই যে চাবি চটকদারির শর্টকাটে ;
পড়ে গিয়েও চলতে শেখো , হারার দুঃখ ভুলে -
জেতার পথ সুগম হবে কঠিন পরিশ্রমে ,
গ্লানি তোমার যাবে মুছে , জেতার চোখের জলে I