কাজের-মেয়ে


৩১                                     ১২/০৪/২০২০


এ-কার মুখ দেখে উঠলাম আমি,
এমন ছুটির দিনে -
পই-পই করে বলেছিলাম,
আগে জানাবি আমাকে I
ছুটির দিনে করবি কেলো,
এই ছিল তোর মনে !
আগে থাকতে বললে কি আর;
উঠতে হ’ত সাত-সকালে I
আড়মোড়া ঘুম কাটেনি এখনো
চা এক-কাপ পাই কোথা;
একটা লাঠি দাও এনে
এখন ভাঙ্গি নিজের মাথা I
সবারে এঁটো ধুবো খালি
এমন অধম নই আমি I
এক বুক জলে নামিয়ে এবার,
দেবে সবাই হাততালি I
গত রাতে ভিজিয়ে রেখেছি,
এক বালতি কাচা I
জীবনটা যে হলো আমার;
খাঁটি ঘিয়ে সরভাজা I
ভারি গতর আর চলে না
মুছবো ঘর কেমনে;
বাজারে খানি করে দিয়েই;
ডুবলেন উনি কাগজে I
ফুড-প্যাকেটের ব্যবস্থা করো,
পারবো না আমি রাঁধতে,
ডিনারটা আজ রেস্টুরেন্টে হবে -
বাঁচতে যদি চাও ঘরে I
মাথা তুমি বিগড়িও না,
করছি একটু রেস্ট;
কাজের লোককে তুমি যাই বলো,
ও হল  দি বেস্ট I
আ-মোলো যা, ঝাঁটাখানা আনতো
দিই মুখে ঝামা ঘষে,
সারাটা জীবন হাড় খাটিয়ে, এখন,
এ উপহার তুমি দিলে !
আর যা পাই, না পাই
ঠাকুর ! মুখ তুলে একটু চাও –
একটা ভালো কাজের লোক,
জোগাড় করে তুমি দাও I