কাশি  


কাশতে বেজায় মানা , হল কি করোনা !
ঘরে বাইরে মুখ দেখানো , এ কি ভীষণ জ্বালা I
কাশির শব্দ শুনলে পরে ;
সদাই মরি ত্রাসে , তাকাই চারপাশে -
ঘাড় ঘুরিয়ে ভাবে সবে ,
পড়লাম কিরে বাবা , মহামারীর খপ্পরে ?
জ্ঞানের বাণী বিলোই শুধু একে অন্যকে ,
মাস্কটা ঝোলে কেন বাপু তোমার থুতনিতে ! -


চেনা অচেনা লোক করে শুধু তদন্ত ,
বেটার হয়েছে কি করোনা , খোঁজ নে আদ্যোপান্ত I
নিজের কাশি নিজে কাশবো ,
তা বলে বেআক্কেলে শুনতে হলো !
করোনার উৎপাতে বাকি ভাইরাসগুলো নিয়েছে কি ছুটি ?
বেমালুম বানিয়ে দিল আমায় আস্ত করোনা রোগী ! -
সমাজ ছাড়া , ঘর ছাড়া করলো হতচ্ছাড়া কাশি !


মাস্ক, সেনিটাইজার , টুপি , গ্লাভস নিয়ে ,
এমনিতেই আমি দিশেহারা -
এ কেমন মহামারী করল আমায় লক্ষীছাড়া I
চারিদিকে শুনি খালি উপদেশের বন্যা ,
বাঁচতে গেলে খেতে নাকি হবে , প্যাথির সাথে টোটকা !
ইচ্ছে করে , মাস্কটা খুলে দিই দুটো কেশে ,
বাছারা বুঝবে তখন ঠ্যালা ;
বোঝাবো তখন শুভানুধ্যায়ী কারা I