খড়কুটো  


ঢাকা মেঘের আড়ালেও হাসে তারা ,
পলকের ওপারেও যে আছে নিত্যরোজের বারোমাস্যা  -
আছে স্নেহ-মমতা-ভালবাসা -
বোঝেনা শিশুর হাসি অভাবের তাড়না ;
বোঝে শুধুই খিদের কান্না -
খানিক হাত বাড়ালে মন্দ কি তাতে ,
হয় যদি সে খুশি কেনা I
মেলে ধরে নতুন বাঁচার আশা ;
দৈন্য যারা, তুচ্ছ তারা ; ভুল কি তাদের ;
বাঁচার মতো বাঁচতে চাওয়া ?
উন্নত সমাজ রাখেনা খেয়াল –
বানভাসি জলে , খরস্রোতে বহে ;
ভরে সিন্ধু বিন্দু জলে -
আকুল আধাঁরি কত প্রাণ I
তোমারই আশেপাশে পাবে সেই সন্ধ্যাতারার নাগাল I
পারিনা কি দেখাতে কিঞ্চিৎ ঔদার্য ,
পড়ে যদি থাকে তাতে কিছু অবশিষ্ট ;
ভেসে-যাওয়া স্রোতে দিশা দেবে ;
তোমারই দেওয়া খড়কুটো I
ভাগ্যের পরিহাসে আধপেটা , অনাহারেও তারা ক্ষুধাহীন ;
দারিদ্র্যের সহযাত্রী , অভাব নিত্যসঙ্গীন I
হোক সে আজ পরজীবী ,
হতেও তো পারে আগামীর মিথোজীবী I