খুঁজে চলেছি ...


খুঁজে চলেছি আকাশের ঐ হাজার তারার ভিড়ে
খুঁজে চলেছি এক ঝাঁক শ্রোতার মাঝে ।
খুঁজে চলেছি ফেলে আসা সে শীতের সকালে ;
খুঁজে চলেছি আড়মোড়া আধঘুমে I
খুঁজে চলেছি তোমায় , খুঁজে চলেছি তোমায় ...
স্বপ্নের পৃথিবীর খোঁজ যদি পাই ঐ জানালায় I


একাকীত্ব বিচ্ছেদের অসুখে ,
বিষন্ন শহরের পথে পথে -
রোদ ঝড় বৃষ্টিতে চোরা অলিতে-গলিতে ,
জীবনের কত ক্ষত বিক্ষত বয়ে পরকীয়া সুখে -
স্বপ্নের রাজপুত্তুরের খোঁজে তোমায় খুঁজে চলেছি ;
অসমাপ্ত প্রেমের কবরে , জমে থাকা ক্ষুদ্র অনুভূতি ;
গোপন মনের ভিড়ে তোমায় খুঁজে মরি I
অলীক আনমনা সুখে চলেছি খুঁজে তোমায় ,
খুঁজে চলেছি তোমায় , খুঁজে চলেছি তোমায় ...
স্বপ্নের পৃথিবীর খোঁজ মনের ঐ জানালায় I


এক মুঠো ভাতের যোগানে বুভুক্ষুর মাঝে  
খুঁজে চলেছি তোমায় ধর্ণার মঞ্চে
অনাবিষ্কৃত হেডলাইনে , বিরোধী স্লোগানে
ভাষা দিবসের সকালে চায়ের চুমুকে  
খুঁজে চলেছি সাদা কপোতের ঝাঁকে
খুঁজে চলেছি প্রতিবাদের স্রোতে -
খুঁজে চলেছি তোমায় অনশন শিবিরে
খুঁজে চলেছি তোমায় ঐ মোমবাতি মিছিলে
খুঁজে চলেছি তোমায় , খুঁজে চলেছি তোমায় ...
স্বপ্নের পৃথিবীর খোঁজ যদি পাই কোন সীমানায় I


মেতেছে গোটা পৃথিবী ঘুষঘুষে যুদ্ধে
বারুদের ব্যবসায় প্রতিযোগী সক্কলে  
লাশের স্তুপ খোঁজে শান্তির বাণী
খোলা আকাশের নিচে মানবিক শরণার্থী
বিবস্ত্র অনাথের মাঝে হারানো পৃথিবী
কোন সে জাদু বলে বেকারত্বের নিষ্কৃতি -
খুঁজে চলেছি তোমায় , খুঁজে চলেছি তোমায় ...
স্বপ্নের পৃথিবীর খোঁজ পাই যদি কোন ঠিকানায় ...