মাগো , একলা ডেকে দেখো


মাগো , অনেক বড় হয়ে গেছি আমি ,
দেবে একটু শুতে তোমার কোলে ;
একটু বিলি কেটে তোমার কোলে মাথা রেখে ,
জ্ঞানের আলোয় , বয়সের ভারে , সংসারের চাপে –
গিয়েছি বুড়িয়ে , গিয়েছি দূরে সরে -
কষ্টের কোন ভাগাভাগি নেই আজ তোমার সাথে ! -
মাগো , আমি তোমারই ছেলে I


ধরবে তুমি একটু বুকে জড়িয়ে আমায় ,
অনেককাল পাশে পাইনি তোমায় -
কত আবদার , কত অভিমান , কত চাওয়া-পাওয়ায়  ;
সব যেন আজ স্মৃতি রোমন্থনে হারায় I
ছায়ার মতন থাকতে তুমি পাশাপাশি ,
উৎকণ্ঠা দিনভর আমার কোন ক্ষতি হলো নাকি -
বিপদ আপদ সব কি দিয়েছে আজ ফাঁকি ?
আজ যে একা বড় , চলতে শিখে গেছি ,
মাগো , অনেক বড় হয়ে গেছি আমি I


নিজের কথাই ভাবতে ভাবতে কবে বড় হলাম যেন -
তোমার ছেলের মনের ভিতর ছোট্ট সোনা আজও I
মাগো , তুমি যাওনি ফুরিয়ে –
যতই আমি হয়েছি বড় সময় পেরিয়ে ;
সোনার মনের খবর জানতে যদি চাও ;
আগের মতই , আমায় শুধু একলা ডেকে নাও ….


( মাতৃ দিবস উপলক্ষে একটি কবিতা )