মহান শ্রমিক দিবস !


নেতা-বণিকের বাড়ছে মান !
তরতরিয়ে নামছে ততো ,
শ্রমিক তোমার ঘামের দাম I
উইয়ের ঢিপি জমছে কতো ,
ধুলোয় ভরা শ্রমের বিধান I
স্লোগানের স্ফুলিঙ্গ যতো ,
ক্ষীণ ভরসায় অধস্তিমিত ,
হোক তবু চায়ের ভাঁড়ে ,
আমার শ্রমিক দিবস মহান !


মনভোলানো আশ্বাসবাণী , আশায় মরে শ্রমিক-চাষী ;
পুঁজিবাদী দিচ্ছে ফাঁকি , চলছে নিরবে শোষণ নীতি I
শাসক তোমার পাল্লা ভারী , অনুদানের চটকদারি ,
শ্রমিক তোমায় সামনে রেখে , চালাচ্ছে যে যার দোকানদারি I


এসি রুমে চুমুক গ্লাসে , লাভ-ক্ষতি অংক কষে ,
দিনমজুরি কস্ট কাটিং-এ , উপায় শুধুই তোমায় ঘিরে I
আন্দোলন সেলফি ক্লিকে , আসল খবর আত্মহত্যার খতিয়ানে !
পাওনা-গন্ডার সাগর জলে , টুকরো রুটি যায় ভেসে -
শক্ত মুঠি নাগাল পেলে ;
উতরে যে যায় , মে দিবসের মানে I