নগ্ন সভ্যতা


বাঁচার টানে উঠেছে জমে , পিচ গলা রাজপথ ;
মায়ের কোলে , বাপের কোলে - দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ I
দেখছে ফ্যালফ্যাল চোখে দুর্নীতির বিজয়রথ I
সুবিধাবাদীর জয় গানে উলঙ্গ রাজা উচ্ছ্বসিত ;
উদয়ন পন্ডিত আজ নির্যাতিত !-
রাতের অন্ধকারে লেঠেল দিয়ে করাবে তুমি চুপ I
গণতন্ত্র মুখে এঁটেছে কুলুপ I
এবার হয়েছে সময় ঘুম ভাঙার , তোমার ;
গণতন্ত্র , জাগো তো এবার !
জানছে সব , বুঝেছে সব . দেখছে সব গণতন্ত্রের মৃত্যুমিছিল –
পাঁচ-সাতশোর তোষামোদি আর কদদিন ?
অধিকারের শপথে খুদেও যে হয়েছে শামিল !


রাজ্যপাটে ধরেছে আগুন , বোবা হয়ে গেছে কবিকুল
ওহে রাজা , বাজাও বেহালা , ভাঙবে না আর-তোমার নিরোর ঘুম -
সদ্যোজাত তুলেছে আঙুল , দিতে হবে তোমায় , অনশনের মাশুল I
যতই ছুটুক রাজা তোমার বিজয় রথের কার্নিভাল ;
ধর্না মঞ্চে দিচ্ছে শান , আমজনতার ক্ষোভ অভিমান –
পড়ছে ধরা আতস কাঁচে রাজধর্মের প্রহসন ;
জেনো একদিন হবে খান-খান, তোমার ঔদ্ধত্যের সিংহাসন I