ওরা কারা …



মাটির তাল থেকে মূর্তি গড়তে চেয়েছিলাম I
গাধা পিটিয়ে ঘোড়া বানাতে চেয়েছিলাম I
চেয়েছিলাম শাসন-অনুশাসনে মানুষ করতে I
চেয়েছিলাম গোড়ার গলদ ধরতে  -
ভাসা-ভাসা নয় বিষয়কে , আশয় করতে চেয়েছিলাম ; !!
শিক্ষিত করেছি বটে , মানুষ করতে পারিনি ,
ওরা করতে দেয়নি .. !!


তাই তো দেখি তোদের হাত পেতে ঘুষ নিতে -
নিপাট ভদ্রবেশে , ছদ্মবেশে , চুরি করতে ;
তোদের দেখি ডিজিটাল দাঁড়ি পাল্লায় কারচুপি করতে ,
বৃদ্ধ বাপ মাকে ঘরের বাইরে বার করে দিতে ,
তাই তো তোদের দেখি পাশ কাটিয়ে ধোঁয়া টেনে চলে যেতে I
শিক্ষক-ছাত্র এ জামানায় ফ্রেন্ডশিপ বটে ;
চলছে কাঁধে কাঁধ মিলিয়ে জোর কদমে -
সমাজটা ধুঁকছে না , বরং চলছে বেশ গড়গড়িয়ে I
শুধু বিবর্তনের নিরিখে -
জামার কলারটা যাই খুলে, পরীক্ষার হলে I


ও সব লেখাপড়া থাক , BODMAS মেনেছে হার ,
আসলটা শুধু % লোগোর তকমা I
ধরা পড়লেই টুকলি গেটের বাইরে দেখে নেবে ওরা -
অন্যায়ের প্রতিবাদে পুরস্কার , জুতোর মালা ;
নিয়েছি মেনে অভিযোজনের নতুন নীতিকথা I


শর্ট কাট টুকে পাশ , না দিলেই দেখে নেওয়ার হুমকি ,
সমাজের অবক্ষয় দেখতে দেখতে হয়ে গেছি শিখন্ডী I
আপোষের ভিড়ের মাঝে আমিও যাচ্ছি গলে ;
অনেকটা ঠিক কেঁচোর মতো অঙ্গুরীমাল প্রাণী I


ঠিক-বেঠিকের জটিল অংক , আপেক্ষিক তত্ত্ব ,
শিক্ষক-দিবস অশিক্ষার ব্যুৎপত্তি মাত্র !
গালাগাল তাই আজ সহজলভ্য I
জোড়াতালি সম্পর্কগুলো ভাঙতে ভাঙতে ;
আলগা সুতোয় আছে টিকে -
নিউক্লিয়াসে বন্দি স্বার্থ I
ক্লাসরুম আছে বটে , পড়ুয়া কোথায় পাই ;
(‘যে শিক্ষার ব্যবহার নাই , সেই শিক্ষার মুখে ছাই’ ) - ‘লোকহিত ‘ - রবীন্দ্রনাথ ঠাকুর