প্রজাতন্ত্র


রাজায় রাজায় করে যুদ্ধ , ধ্বজা ওড়ায় রাজতন্ত্র ;
ক্ষমতার যাঁতাকলে প্রজারা সর্বস্বান্ত ,
পাতা জুড়ে ইতিহাস ভোগ করে রাজত্ব ;
আমরা আজ সভ্য , তাইতো চাই প্রজাতন্ত্র !
‘রাজার রাজত্বে’ আছে উজির , মন্ত্রি সব , আছে উলঙ্গ রাজাও ;
আছে বিদূষক , আছে স্তাবকের দল , আছে শোষক যন্ত্র I
গলে যায় মাঝপথে সুবিধাবাদের গণতন্ত্র I
নেতায়-নেতায় করে লড়াই , যুযুধান প্রতিপক্ষ ,
বিড়ম্বনায় আমরাই কেন বাদ যাই ,
গণতন্ত্রের মুখোশ সেঁটে চলছে বেশ মগজ ধোলাই I
মাসের শেষে লড়াইটাই আস্ত , হাঁসফাঁস সংবিধান বিপন্ন ;
থাক শুধু দেশ মাতৃত্বের গন্ধ অবশিষ্ট I
এগোচ্ছে দেশ , এগোচ্ছে সমাজ , এগোচ্ছে জাতি ;
চাইনা গণতন্ত্রের শিখণ্ডী , চাইনা প্রজাতন্ত্রের শিখণ্ডী -
‘আমরা সবাই রাজা ’, তবু নেই তো হাতে তরবারি ,
অধিকার টুকু মিললে’পরে , প্রজাতন্ত্রের পাল্লা ভারী।