রাঙিয়ে দিয়ে যাও


বিশ্বভরা প্রাণের মাঝে আমার রবীন্দ্রনাথ ;
একলা চলার যষ্টি হাতে , চিনেছি বাঁচার স্বাদ –
আজও তুমি আছো দাঁড়িয়ে আমার গানের ওপারে -
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে -
মাঝির দল স্বপ্নে দেখে -
আমার প্রাণ ওঠে নেচে ধিতাং ধিতাং বোলে I


দু’মুঠো খিদের তাগিদে আছো রবীন্দ্রনাথ
পাষাণ হৃদয়ে জাগিয়ে তোলো আমার প্রতিবাদ I
আজও তুমি রবীন্দ্রনাথ নির্যাতিতার সঙ্গিনী ;
হতাশার মাঝে জ্বালাও প্রাণে আগুনের পরশমণি I


চাঁদের হাসি বাঁধ ভেঙেছে আজ , পঁচিশে বৈশাখে ! -
তোমার সুরে সুর মিলিয়ে দিন যে আমার কাটে I
তোমার সুরে বিভেদ যাক মুছে , বন্ধন যাক টুটে –
হোক না সে বিদেশিনী তবু সে অতিথি ;
চিনি গো তোমারে হৃদয়ে I


রোদন ভরা বসন্ত কাটে তোমার পথ চেয়ে -
তবু ভালোবাসি দ্বিধা রেখে আঁখি কোনে ,
হোক না তবু মিছে –
কাগজের নৌকা খানি ভাসিয়ে ,
যাই চলে দিনের শেষে ঘুমের দেশে I