শহীদ


নাচছে ওরা , নাচছে বিভোর বিজয় উল্লাসে !
দেখছি আমি দুচোখ ভরে প্রাণহীন নিষ্পলকে -
ঘর আমার , স্বজন আমার,  রইল হেথায় পড়ে
আনন্দে ভারী আটখানা আজ , নাচছি ওপার হতে I


ক্ষতবিক্ষত শরীরেও ছাড়েনি দেশের ধ্বজা -
লড়াই আমি চালিয়ে গেছি , রাখুক মনে দেশবাসীরা ,
দশের লড়াই করেছি একা , ওদের দশজনকে মেরে -
এতোটুকু আমি পাইনি ব্যথা , বুলেট ঝাঁঝরা ক্ষতে I


শত্রুর পা পড়বে না আমার পূণ্য জন্মভূমিতে ,
শপথটুকু অটুট ছিল , আমার শেষ নিঃশ্বাসে I
ছেলে মেয়ে রইল আমার দেশবাসীর কোলে ,
থাকুক সবাই মনের সুখে , নিলাম বিদায় নিশ্চিন্তে I
নিরবে প্রাণ কাঁদে শুধু একটি আফসোসে -
প্রাণের মানুষ হল একলা , সাজলো বিধবা বেশে ! -


সাহস আর করবে না কেউ , শত্রু যতই হোক বলিয়ান -
হাড়ে হাড়ে ওরা পেয়েছে টের , অজেয় এ-জওয়ান I
আমার হাতেই রক্ষা পেল সারা দেশের সম্মান ,
জনম আমার সার্থক মাগো , দিয়ে এই বলিদান I