শ্রাবণের ধারায়


ওই টাপুর টুপুর রবে , বৃষ্টি এলো জোরে ,
ভিজছে শালিক , ভিজছে চড়ুই শিমুল গাছের ডালে –
আটখানা ভারি হাঁসের দল মজে ওই টিপ টিপ বৃষ্টিতে ;
ব্যাঙের দল এদিক-ওদিক নাচে উঠোন জুড়ে ,
কান যে হলো ঝালাপালা ঘ্যাঙর-ঘ্যাঙর গানে -
উঠলো কৈ মাঠ পুকুরে মেঘের গুরু ডাকে ,
আছিস কোথা আয় না ছুটে ধামা নিয়ে সাথে I
জলে ভরা ঘাট উপচে কিনারায় -
আয় রে আয় ঝাঁপিয়ে আয় ,
পশলা মেঘের বৃষ্টি আমার ,
যেন প্রাণ ভিজিয়ে যায় I
বৃষ্টি ঝরে গাছের পাতায়, টলমল ওই কচুরিপানায় –
নাও ছাড়ি ইচ্ছেমতন এই শ্রাবণের ধারায় ,
আয় রে আয় খেলবি যদি , জলদি চলে আয় ;
সবাই মিলে লুটোই রে আজ জল কাদায় I
ইলিশে গুড়ি বৃষ্টি এলো ইলিশ ধরার বাহানায় ;
বৃষ্টিফোঁটায় মন রে আমার খুশির বুকে হারায় I
আয়না তোরা আসবি কে রে,  ভিজবি নাকি আয়  ! !