শিক্ষকতা  


ইস্কুলে আর  টিউশনিতে , গাধা পিটিয়ে ঘোড়া বানাই ;
ছাত্র-ছাত্রী পড়াই ; আমি এক দেশের মাস্টারমশাই I
দিনের শেষে ভাবি সদাই ,
পড়ানোর জন্য কামাই ; নাকি কামানোর জন্য পড়াই I
শিক্ষিত আছে, শিক্ষা নেই ; বুদ্ধি আছে, জ্ঞান নাই !
বিদ্যে আছে, বুদ্ধি  নাই ; বিচার আছে, বিবেক  নাই !
মূল্য আছে, মূল্যবোধ  নাই ; মত আছে, আদর্শ নাই !
সে শিক্ষার দাম নাই , সে শিক্ষায় জাতির বিকাশ নাই !
আমার হাতেই ঘুরছে দেশ গড়ার দন্ড ,
আমার হাতেই হবে সিধে দেশের মানদণ্ড , মেরুদন্ড -
দেশের আলো , জ্ঞানের আলো , আমি জাতির ভবিষ্যৎ ;
দেশবাসী ব্যর্থ হলে করবে আমার মুণ্ডপাত !
আমার হাতেই ঝুলছে যে সকল শিক্ষার চাবিকাঠি ;
ফাঁকি দিলে পড়বো ফাঁকি , সে বিলক্ষণ আমি জানি I
শিক্ষা কেবল নম্বর নয় , শিক্ষা জ্ঞানের ভিত্তি ;
ভাসা-ভাসা খাপছাড়া জ্ঞান , মিছে আত্মতুষ্টি I
সফল আমি সফল তুমি I
হও যদি বড় চাইতে আমার বেশি I
সুশিক্ষায় বাড়বে জানি সমাজ চেতনার মান ;
হবে কুসংস্কার আর বুজরুকির অবসান I
সুশিক্ষায় বাড়বে জেনো তোমার-আমার সম্মান I
এমন পেশা নেই যে আর এ ত্রিভুবনে ;
সবার সেরা শিক্ষকতা নিয়েছি আপন করে I