সুভাষ ঘরে ফেরে নাই


এসো হে , সুভাষ ; এসো তুমি অন্তরে ;
হারিয়েছি তোমায় সেই আট দশক আগে -
শেষ দেখা তোমার সাথে নিঃস্বার্থ দেশ গড়ার নামে ;
শেষ দেখা পেয়েছি তোমায় সততার পথে -
শেষ দেখা পেয়েছি তোমায় স্বাধিকারের লড়াইয়ে I
সেদিনের দেশপ্রেম আজ কি হল মিছে ?
আজও কেন পথ শিশু যত ক্ষুধার জ্বালায় কাঁদে ;
আজও কেন ভারত মাতা করে প্রসব রাজপথের ধারে I
করেছে রাজনীতি প্রসব দুর্নীতির বুক চিরে -
প্রতিবাদী ভাষা তাই মুখ থুবড়ে I
ভুলিনি স্বার্থপরতা , ভুলিনি জাতিবিদ্বেষ ,
তাই আজও পাঁচ মাথার মোড়ে ,
আছো দাঁড়িয়ে শূন্যে আঙুল তুলে !
নিয়েছি মানিয়ে আপোষের দেশভক্তি ,
২৩শে জানুয়ারির মাল্যদানে কর্তব্যের নিষ্কৃতি I
দেশজুড়ে অভ্যস্ত সব বেকারত্বের গ্লানি –
স্বপ্নের ভারত হয়েছে তোমার, রকেটের মতোই গগনচুম্বি ;
স্বপ্নেরা তবু আছে ঘুমিয়ে , ফাটা প্লাস্টিকে আকাশের তারা গুনি  I  
শেখেনি ভারতবাসী তোমার আদর্শ , শৃঙ্খলতা ;
পরাধীনতার জ্বালা নিভেছে বটে , যায়নি আজও মলিনতা I
বিভেদের মাঝে মিলন কোথা পাই ?
অভিমানী সুভাষ আজও তাই , ঘরে ফেরে নাই –