স্বাধীনতা আবারও প্রয়োজন



ও আমার , স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক ,
তোমরা কি দেখতে পাচ্ছ ?
তোমাদের চাওয়া-পাওয়ার - স্বপ্নের সেই স্বাধীন ভারতবর্ষ I
পরাধীন দেশ হয়েছে স্বাধীন , হয়েছে পরিণত , হয়েছে বয়স্ক ;
গুটি গুটি পায়ে আজ পঁচাত্তর বর্ষ I
হয়েছি অত্যাধুনিক , হয়েছি উন্নত -
বিশ্বমাঝে মাথা তুলে আমরা আজ গর্বিত I
তবুও , শিরদাঁড়া আজ কেমন যেন জরাগ্রস্ত I
তোমাদের দেখা দেশটা আজ ত্রিখন্ডিত ,
ব্রিটিশ বিদায় কি ছিল তবে প্রতীক মাত্র ? !!
লোক ঠকানো উপাদানে রক্ত আজ সম্পৃক্ত –
ঘুনে ধরা চরিত্রের মানচিত্র I
এ কি তোমাদের ভারতবর্ষ ?


হাজারো কোটিপতি তোমারই বিশ্ব মায়ের আঁচলেতে ,
স্বাধীনতার দিনেও কেন পঁচাত্তরের বৃদ্ধা হাত পাতে রাজপথে ! –
জেলেপাড়ায় আঁশটে গন্ধে ভাতের মাড় মেখে ;
পায়না ওরা স্বাধীনতার স্বাদ I
স্কুল-ছুটরা মিষ্টির প্যাকেট হাতে পেয়ে ,
পেয়েছে খুঁজে , উৎসবের অজুহাত I


নেতা-মন্ত্রীর মিথ্যে সম্মোহন , প্যাকেট ভরা কর্তব্য পূরণ ,
হা করে গিলছে আসমুদ্র-হিমাচল I
ব্যস্ত কভারেজে কর্মখালির আন্দোলন ;
আপোষের স্বপ্নে পার করে বছর , আপামর জনগণমন  I
বেচছে চপ , চালিয়ে টোটো ,
যাচ্ছে সয়ে শিক্ষিতের , দিন-গুজরান I
দেখছে দেশ আত্মনির্ভরতার অভিযান !
ধার করে ঋণ , কিনছি অনুদান ;
আমার ভারত তবু মহান !


ভাগাড় জুড়ে পাওয়া বেওয়ারিশ ভ্রূণের হদিশ ,
পেটের তাগিদে নষ্ট মেয়েটা জানাবে কাকে নালিশ ?
স্বাধীনতার পরেও কামদুনি-বানতলা-নির্ভায়া ;
এ সব কি তবে বিচ্ছিন্ন ঘটনা ?


করেছে প্রসব স্বাধীনতা জাতপাতের  বিড়াম্বনা ,
বাবরি কিংবা গোধরা , দেশজুড়ে ঘৃণা I
দশ টাকার ক্ষুধায় সেজেছে বেকারত্ব বৃহন্নলা ;
পড়ে পাওয়া চৌদ্দ আনা , এ কি স্বাধীনতা ?
তোমাদের দেখা পুরো দেশটাই যেন আজ প্লাটফর্ম I  
দেশপ্রেম ? নৈতিকতা ? সততা ? দেশ ভক্তি ?
সবই তো গ্যালোপিং স্টেশন I
দুর্নীতির কষাঘাতে ভারত মায়ের রক্তক্ষরণ ;
মুক্তির তাগিদে আবারও তোমাদের প্রয়োজন I