স্বাধীনতা কোথায় তুমি ? !


আটকে গেছে স্বাধীনতা ফুটপাতের ওই ঝুপড়ি ঘরে ,
ফেঁসে গেছে বেকারের আত্মহত্যার দড়ির ফাঁসে  ;
স্বাধীনতা মুখ লুকায় মজদুরের ভাতের হাঁড়িতে -
স্বাধীনতা করে হাঁসফাঁস বুভুক্ষু চাষির পেটে I


স্বাধীনতার সংজ্ঞা খুঁজি রেশন লাইনে আনমনে -
স্বাধীনতার সংজ্ঞা খুঁজি একগুচ্ছ কার্ডের মাঝে ,
হারিয়ে গেছে স্বাধীনতার দাবি , কুচকাওয়াজের ধ্বনিতে -
বিকিয়ে গেছে স্বাধীনতা গুটিকয়েক দালালের হাতে I


স্বাধীনতা তুমি কোথায় সুউচ্চ অট্টালিকায় নাকি ফুটপাতে ,
তুমি গেছো হারিয়ে হাসপাতালের বারান্দার বেডেতে -
হারিয়ে গেছো ভোটের বাজারে কানাঘুষোতে ,
স্বাধীনতা খুঁজি তোমায় বৃদ্ধাশ্রমের গরাদে হাত রেখে I


স্বাধীনতা ফেঁসে গেছো কুসংস্কারের ঘেরাটোপে ,
অসহায় তুমি নারী নির্যাতনের অক্টোপাসে I
ব্যর্থ তুমি কালোবাজারির আস্ফালনে -
স্বাধীনতা তোমার বিজয় উল্লাস আজ খবরের শিরোনামে -
ওদিকে , কাগজ কুড়ানী খোঁজে তোমায় আবর্জনার স্তূপে !