স্বামী বিবেকানন্দ


জীবন জুড়ে জেনেছি মেলা , পড়েছি - আমার বিবেকানন্দ ;
বিবেকের খাঁচা রিক্ত করে , মানুষের আজ আনন্দ -
টেক্কা দেওয়ার ঘোড় দৌড়ে যাচ্ছে হারিয়ে মনুষ্যত্ব ;
জ্ঞানপাপীরা বড়ই যেন চটকদারিতে অভ্যস্ত I
ভন্ডামীতে দেশ চলে , একি তোমার ভারতবর্ষ ;
শিব জ্ঞানে মানবসেবা ক’জন তোমার ভক্ত ?


অনাহারে কত লাশ রোজ গোণে ক’জনা ,
মানবসেবা বিকিয়ে শুধুই বাড়ছে কেবল যন্ত্রনা I
ভেদাভেদের মত্ত খেলায় বাড়ছে ভীষণ আমরা-ওরা ;
তোমার হাতে গড়া দেশে আজও কেন অজ্ঞতা ?


উচ্চ-নীচ -ধনী-গরিব-মূর্খ-অজ্ঞ-ব্রাহ্মণ-মেথর –চন্ডাল-মুচি সবাই নাকি তোমার ভাই I
শুনছে কে রে ,  মানছে কে রে , তোমার বাণীর প্রয়োগ কই ?
দুর্নীতি আর কুসংস্কারের ফাঁসে আত্মশুদ্ধির রেহাই নাই I
সেবার নামে রাজনীতির গন্ধ কেন খুঁজে পাই ?


চারিদিকে লোকের ভিড় , মানুষ কয়জন !! -
বিশ্বজুড়ে নাই যে দেখা পাবো কোথায় “সে জন” !
আসুক বিবেক , আসুক আনন্দ , চাই নবজাগরণ ;
দেশ গড়ার তাগিদে আবার তোমায় প্রয়োজন I