তবু ভালোবাসো তুমি …
                                                                                                                            
তবু ভালোবাসো তুমি
যতই যাই চলে দূরে -
জানি না সে কোন সুতোর টানে ,
কাছে এলে অভিমান খুনসুটি I
অভ্যাসটা গেছো চিনে , বদভ্যাস খানিকটা সয়ে ;
দিনের শেষে দেখব তোমায় জানি ,
তবু ভালোবাসো তুমি I


রাশি রাশি খামখেয়ালি আবদারে ,
পাখি পড়ানো বুলি অভ্যস্ত নতুন জীবনে ;
বিরহের আগুন দু’আঙুলের ফাঁকে।
কত শত টানা পোড়েন , কত ভুল বোঝাবুঝি ;
বালিশের গায়ে আটকে থাকে ,
অজস্র অশ্রুকণার ক্লান্তি  -
দিনের শেষে তোমার-আমার তিন সত্যি ;
তবু ভালোবাসো তুমি I


মানা না মানার হিসেবের ভিড়ে ;
আঁচড়ানোর সুখ যত অভিযোগ ঘিরে ;
ঝগড়ার রেশ কুলুপ এঁটে মুখবন্ধ খামে ;
কথার ফুলঝুরি নীরবে দেখাদেখি I
নিয়েছি আগাম মেনে কত সন্ধি ;
ভুলে ভরা দিনের শেষে তোমার লক্ষ্মীটি ;
তবু ভালোবাসো জানি I