রাধার বিরহে কাঁদে ভুবন
কৃষ্ণের বাঁশি বুঝা কঠিন
মধু রাগে বিরহ বাজে
মুক্ত হয় সব অন্তরীণ

অপূর্ণতা ভুলে কয়জন
পূর্ণতাসব ফুরিয়ে যায়
স্মৃতিপট সব অপরিপক্ক
রেশ চিরদিন বাঁধা পায়

যুমনা নিত্য কাঁদে আজো
কালার বাঁশি বাজে রোজ
অনন্তকাল তবু রবে পড়ে
সে বিরহের ইতির খোঁজ