মরিচিকার মত লাগে এই পথ
অন্ধ আমি নই
আকাঁ বাঁকা পথে অচেতন তবু
মৃত কবে আর কই
নতুন কুড়িতে ধূলা জমে যাই
কাঁচা রাস্তার মোড়ে
রঙ্গিন পৃথিবী বিবর্ণ হয়
অন্ধকার নামে বলে
ধরনীর যত মহান কীর্তি
প্রকাশিত বিষ্ময়
সময়ের ফেরে তাদেরও হয়েছে
কত অকীর্তি ক্ষয়
সময় একদিন পাল্টে যাবে
ভেঙ্গে দিব সব তালা
নতুন জোয়ারে ঘনিয়ে আসছে
নতুন পরিচয়ের পালা