কৃষ্ণ হরিণা আখিঁ তোমার
রুপে গুণে ধন্যা
প্রেমে আমি পড়ে গেছি
ওগো তুমি যে অনন্যা।

কালো কেশ বাতাসে দুলে
হৃদয় আমার আবেশে ভুলে
তোমার বেণী বেধেছে আমায়
প্রেমের শেকলে বুঝেছো?

আঙুল বিংশে মুক্ত সাদা
দন্ত যেন একসুতোয় বাঁধা
গোলাপি কোপলে কত মায়া
রয়েছে তুমি কি জানো?

প্রকৃতি এত সুন্দর কেন
নিপুণ হাতে গড়েছে যেন
তোমায় যদি দেখতামই না
আমি কি জানতাম তবে!