আমি তোমায় ভালোবাসি বড্ড ভালোবাসি
দীনেশ আলো ছড়ালে ভালোবাসি
মৃগাঙ্ক মৃদু হাসলেও ভালোবাসি
আমি ভালোবাসি খুব বেশি ভালোবাসি
বিভাবরীর তমসায় তোমায় ভালোবাসি
শিশির ভেজা শিউলি ফুলে ভালোবাসি
অঝর বরষায় যখন নীপ প্রস্ফুটিত হয়
তখন খুব যতনে তোমায় ভালোবাসি
আমি ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি
আবছা কুজ্ঝটিকায় যখন ঘাসে মুক্তো ঝরে
বিশ্বাস করো তখন তোমায় বড্ড ভালোবাসি
কোকিলের কলতানে যেমন ভালোবাসি
ভালোবাসি বায়সের কর্কস কন্ঠেও
প্রকৃতির কোমলতায় শুধু নয় বিশ্বাস করো
ছয় ঋতুর রকমারি মুহূর্তে তোমায় ভীষণ ভালোবাসি