ওগো এলোকেশী,
কি রূপ আঁকড়ে মনে আলোড়ন  তোলো!
কি রোশনে মনাকাশে তারা হয়ে জ্বলো!
               ওগো মনাবেশী?


                কত শত দেখা;
    তবু বলা হয়নি যে আবেগী সে কথা।
     হৃদয়ো কল্পে তাই চুপিসারে ব্যথা
               এঁকে গেছে রেখা।


                  বর্ণ বাহারে
       হয়নি পূর্ণ পদ বাক্য সাজাতে।
       হয়নি পূর্ণ চিঠি মনের ভাষাতে
              লিখিতে তোমারে।


               শ্বেত ক্যানভাসে,
     রঙিন ছবিতে তব বুঝেও না বুঝি।
     ধূসর ছবিতে তাই জল রঙ খুঁজি
                 নব উচ্ছ্বাসে।


                তবু নিরবতা!
    যদিও পরান চায় খেলি গীত কলি,
    তোমারি অন্তরার সুরে গেয়ে চলি,
              ছেড়ে বেসুরোতা।


               তবে কি সমাধি
শেষ ঠাঁই? জানি, তবু চেয়ে দ্যূলোকারে
    চাতকের তেষ্টা যে দিনে দিনে বাড়ে
                 বৃষ্টি অবধি।
                                    
                               (২৫শে ভাদ্র, ১৪২৭)