কে তুমি অবলা!
শিখী চঞ্চলা,
সুধাকর রওশনে এ ঘর ভরিলে।
এ আমার দেশে,
দেবী রূপ বেশে
আসিয়া হৃষ্ট মোর পুলকে তুলিলে।।


ছন্দিত মনে,
নূপুরী ত্বরণে,
বিঁধিলে কান্ত মোর সৃষ্টিরো সুরে।
হে প্রেমিক সখা,
হয়নিতো দেখা
এ মনন রূপ কারো এ ভূবন ঘুরে।।


হে প্রীত-পিয়ারী,
আমি তোমারি পুজারী,
চাঁদের কিরণ রূপ আলোক ছড়ালে।
ভূলিতে না পারি
সে রূপ তোমারি,
অমানিশে জোসনাতে আঁধার তাড়ালে।।


জানি, মন মন্দিরে
আর আসিবেনা ফিরে,
পিপাসী পরাণ তবু স্বপ্ন না ছাড়ে।
এ অলীক প্রেমে,
বুঝি মজেছিনু ভ্রমে,
এসেছিল প্রেম আমার স্বপ্নে দুয়ারে।।