ঘনকালো মেঘ,
আত্মতৃপ্তি চুপসে গেছে মেঘে
মেঘ কালো, তারার অভিমান
চাঁদে বসে কেউ একা দেখছে, হাসছে
আর বাদ্যবাজিয়ে জোনাক দল নৃত্য করছে


চাঁদের কালো দাগে বুড়ির বাড়ি
বুড়ি একা, অসহায়- চাঁদের মতন
চরকার হাতল ভেঙে বেকার চির যৌবন পাড় করছে
জোনাক নৃত্য তাই বুড়ির একমাত্র, না নামমাত্র আশা বেঁচে থাকার


বাদ্যের সুর হঠাৎ-ই বেতাল
নৃত্য কেমন ছন্দপতন
জোনাক দল এদিক ওদিক ছুঁটে চলছে
বুড়ির মন খারাপ, সুরের সাথে এমন অমিল, বেজায় মন খারাপ....


আকাশে আলো ফুঁটে উঠলো আবছা
জোনাক দল ক্লান্ত, দম ফুরিয়েছে
বুড়ি এবার ঘুমোবে
দিনের আলো বুড়ির সহ্য হয় না
দুনিয়ার পাপ দেখতে হয়


দিনের আলোয় পবিত্রতা নেই
বুড়ির মনকে বড্ড উদাস করে দেয়


আমি যদি বুড়ির মত রাতকে ভালবাসতে পারতাম একলা বসে
জীবনের মোহ হারিয়ে জোনাক নৃত্য দেখতাম!