আজ হঠাৎ করেই কেন প্রকৃতির এরূপ
কচি পাতা আর ফুলে মুখোর সর্ব কূল
আগাম বার্তা জানিয়ে বাতাসের সাথে হাসছে ওরা
বলে দিলো যেন, ফাগুন আসবে....


ফাগুন আসবে, ফুল ফুঁটবে
ফাগুন আসবে, তুমি হাসবে
ফাগুন আসবে... আর! ভালবাসবে?


হিমেল হাওয়ায় ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে
পলাশ শিমুল আর মাধবীলতায় আকাশ ঢাকা পরছে
সাঁঝের বেলায় সন্ধ্যামালতী নেশা ছড়াচ্ছে
এ যেন পুরোদমে তোমায় আমন্ত্রণ জানাচ্ছে আর বলছে,
ফাগুন আসবে, তুমি ভালবাসবে?