শুধু তোমায় ভালবেসে
দিয়েছি যত পাপ পূণ্যের পরিচয়
হাসি ঠাট্টা কান্নার অভিনয়
যন্ত্রণার সুরে বাজিয়ে রেখেছি,
নিজেকে-তোমাকে, কবিতার আসরে


তবে শুধু সেই তোমায় ভালবেসে
কল্পনার সাগরে ঢেউ ভেঙে এসে
এঁকেছি তোমাকে, বুকের মাঝেতে
দিয়েছি প্রেম মাখিয়ে তোমাতে


এই রঙ বেরঙের ফুলের মোহনায়
বিষাদে ভরা সুরের ছলনায়
প্রকৃতির রঙে রাঙিয়ে দিয়েছি
তোমার ললাটে, টিপের আকারে


তবু দেখো আমি আজো দাড়িয়ে
এলোমেলো বাতাসে গা ভিজিয়ে
কবিতার মলাটে, কবিতার চরণে
তোমার প্রেমেতে, ছলনার সুরেতে


দেখো রক্তের রঙ শুকিয়ে গেছে
রঙ বেরঙের ফুল ফুটেছে
তারাদের আকাশে, আমার বাতাসে
তোমার চরণে, তোমার তরে-তে


এ যেন এক কাব্যের কথা
কল্পনা মাখা প্রেমের কথা
সজীব হয়েছে, প্রাণ ফিরেছে
তবুও তোমায় ভালোবেসেছে!