একটা ভয় ছিল
ভয় ছিল একাকিত্বের ।
বাড়ানো হতে
একটা স্পর্শের অভাব ।
অনেক দূরে ভেসে যায় মন,
আর ভেসে যাওয়া পালক
বাতাসের গায়ে ।
কখন উত্তরের হওয়া -
চুমু খায় খালি গায়ে ।
আমি তখন বন্ধ চোখে ।
অভাব মেটায় বাতাস একাকীত্বের ।
চোখ খুলি দেখি একটা চিল ।
সেও একাকী কিন্তু অন্য পাখিদের চেয়ে -
অনেক উপরে উড়ছে ।।