ঝড় বিকেলে আম কুড়ানো
পুকুর জলে সাঁতার কাটা ,
কচুর পাতা মাথায় নিয়ে
বই বাঁচিয়ে বৃষ্টি ফোটা ।
আরাম বিরাম টাকার অঙ্কে
হাড়িয়ে গেছে ছোট্ট বেলা ,
ইমারতে পড়ছে চাপা
আমাদের সেই মাঠের খেলা ।
মাঠ গুলি আজ কাঁদছে দেখো
খুঁজছে সেই দিনগুলি ।
আমরা সবাই ব্যস্ত এখন
তৈরি করেছি টাকার খনি ।
হচ্ছে বড় ছায়া সবার
কম্পিটিশন বোধয় ,
কার কাছে ক্যাশ আছে কত
সেটাই ভাবার বিষয় ।
হয়তো কেউ পান্তা ভাতে
কিংবা বিরিয়ানি ,
সবার উপর মানুষ সত্য
এই কথাটাই জানি ।।