হয়তো সেদিন কৃষ্ণচূরায়
তোমার সম্মুখীন ,
হয়তো সেদিন পরগাছারাও
হয়েছিল স্বাধীন l
হয়তো তুমি জানলা পাশে
কারোর অপেক্ষায়,
হয়তো তুমি বিধান সভায়
শুদ্ধ সমীখ্যায় l
হয়তো তুমি পাতাল বাসী
কিংবা অপ্সরা,
হয়তো তুমি মধ্যরাতের
বিমর্ষ কবিতা l


তোমার জন্য আকাশ কুসুম
ক্লান্ত বালির চর,
তোমায় দেখে হাসছে দেখো
মেঘের শতদল l


তোমার ছোঁয়ায় ঝড় উঠেছে
পাতা ঝরেনি,
তোমার জন্য আমার কলম
"এখনো বিক্ৰি হয়নি " ll