আমি আছি মানুষের মাঝখানে,
ভালবাসি আমি মানুষকে l
ভালবাসি আন্দোলন,
ভালবাসি চিন্তা করতে,
আমার সংগ্রাম কে আমি ভালবাসি l
আমার সংগ্রামের অন্ত স্থলে-
মানুষের আসনে তুমি আসীন প্রিয়তমা l
আমার আমি তোমাকে ভালবাসি।