যেভাবে কাটছে দিন
সময় হাতে ,
নিশ্চুপ একা রাতে ।
যেভাবে বইছে স্রোত মনের ভেতর
অবিকল অবসাদে ।
যেভাবে ভাগছে ঘুম মাঝ রাতে
বালিশ চাপা কান্নাতে ।
যেভাবে সময় চলছে আবার
নিথর ঘড়ির কাটাতে


আমি তাই গেয়ে যাই
সপ্ন ওড়ার নিল পর্দায় ।


যেভাবে উড়ছে ছাই
বুকের ভেতর,
এক মুঠো স্মৃতির বারুদে ।
যেভাবে উঠছে ঢেউ
চোখের পাতায়
বৃষ্টি আসার সংকটে ।
যেভাবে ভাবছো তুমি
ঠিক বিপরীত
বিপন্নতা সংকটে ।
যেভাবে যেমন হয়
ঠিক তেমনি
একা আজও রাস্তাতে ।


আমি তাই গেয়ে যায়
সপ্ন গড়ার আশায় আশায় ।