আমার গানের ফুল গুলি সব
ঝরে গেছে জীর্ণতায় ।
তবু কথারা করে ভির
সময় সময় ।।


যদিবা কখনো পথ
অচেনায় এসে যায়
ঝড়ের গতিতে মেঘ
কিছু সৃতি রেখে যায় ।
তবুও কেন যে মন
গতিহীন সারাক্ষণ ।
সরলিপির ক্লান্ত ভঙ্গিমায় ।।


কেন যে অবুঝ মন
নিল আকাশ ছুঁতে চায়
বাড়ালে দুটি হাত
ফিরে আসে অযথায় ।
শূন্য সে হাত দুটি
কাগজের নৌকায়
আগুন জলে ভেসে যায় ।।