শহরে হঠাৎ
অচেনা আলোয়
ভিড় বাসে ফাকা লাগে ।
কিভাবে কখন
চলছে সময়
তবু একা একা লাগে ।।


এভাবে কি বলা যায় যদি না থাকো পাশে
এভাবে কি চলা যায় হাতে যদি তা থাকে হাতে ।।


মেঘ জমেছে আর, এক ফালি চাঁদ
বুকের গভীরে জমে অবসাদ ।


ফেরালেও ফেরা যায়
যদি না কাটে ভয়
তুমি আমি আমরা সবাই চলছি ঘড়ির কাটা ।


এভাবে কি বলা যায় যদি না থাকো পাশে
এভাবে কি চলা যায় হাতে যদি তা থাকে হাতে ।