এভাবেও ফেরা যায়
জীবনের শেষ অধ্যায় ।
তবে কি সে খানে কেউ
পথ চেয়ে এখনো ।
হয়তো সরসজ্জায় ।।


কেন যে অবুজ মন
নীলাকাশ ছুঁতে চায়
বাড়ালে দুটি হাত
ফিরে আসে আযথায় ।।


শূণ্ন সে হাত দুটি
শূন্যতা খুঁজে যায়
শূণ্ন শূণ্ন করে
কিছু স্মৃতি এঁকে যায় ।।
তবে কি সে খানে কেউ
পথ চেয়ে এখনো ।
হয়তো সরসজ্জায় ।।


তবে কি সে খানে আজও
আছে পরে স্মৃতি কত
হয়তো শেষ সন্ধ্যায় ।


একলা দু চোখ
ভেজা বিছানায়
জেগে থাকে রাত ভোর
সময়ের অপেক্ষায় ।


তবে কি সে খানে আজও
আছে পরে স্মৃতি কত
অতীতের মিথ্যে বায়নায় ।।