গরীবের রাজনীতি করা কি দরকার ।
গরীব সে তো থাকবে গরিব
আসুক না যে সরকার ।
গরিবের রাজনীতি করার কি দরকার ।।


নেতার বাড়বে গাড়ি বাড়ি
নেত্রী দের গয়না শাড়ি ।
বিদেশে তে দেবে পারি
ছেলে মেয়ের যত যার ।
গরিবের রাজনীতি করার কি দরকার ।।


চামচ খাবে সন্দেশ ল্যাংচা
দালালীদের থাকবে আচ্ছা ।
আমরা সব ছাগলের বাচ্চা
শুধুই লাফা লাফী সার ।
গরিবের রাজনীতি করার কি দরকার ।।


ভোটের সময় হয় জনগণ
দেশের জন্য মায়া ক্রন্দন ।
লঙ্কায় গিয়ে হয়রে রাবন
পেয়ে গদির অধিকার ।
শিখিয়া স শনির মন্ত্র
হলো রে সব গণতন্ত্র
আমরা দেশের ভাঙা যন্ত্র
ধুলায় হয়রে অন্ধকার ।
গরিবের রাজনীতি করার কি দরকার ।।