আমরা চাইনা কোনো টাকার খেলা
চাই না এই দুর্নীতি ।
আমরা চাইনা  অপুষ্ট সমাজ
চাইনা এই রাজনীতি ।
আমরা চাইনা ট্যাক্সের ভয়
চাইনা হিংসার খেলা ।
চাইনা সব বিভেদ নিয়ে
রাস্তা ঘাটে রক্ত মেলা ।।


ভাই ভয়ে সব কাটাকাটি
মৃত বাবার দলিল ।
দুই বিঘাতে অনেক টাকা
কোথায় সেই মিল ?
সমাজ এখন টাকা বোঝে
বোঝে শুধু জিততে ।
ছুটছে সবাই সঞ্চয়েতে
ভালোবাসা সব মিথ্যে ।
চারিদিকে আজ ভন্ড সাধু
ঘুষের খেলায় মত্ত ।
শিক্ষা আজ ব্যাবসা হয়ে
হচ্ছে অভিশপ্ত ।।


কোথায় গেল ভাতৃপ্রেম
মাস্টার এর সেই গাট্টা ।
কোথায় গেল শিক্ষা ভক্তি
চায়ের দোকানের আড্ডা ।
কোথায় গেল গুরুর আসন
বৃষ্টির কচু পাতা ।
কোথায় গেল পুকুর জলে
মজার সাঁতার কাটা ।
কোথায় গেল সবুজ ক্ষেত
কোথাও গেল পুকুর ।
সবই চাপা ইমারতে
ঘরসদস্য কুকুর ।
কোথায় গেল মেলার পাপর
লাইব্রেরীতে ভিড় ।
কোথায় সেই পেয়ারা গাছে
বাবুই পাখির নীর ।।


আমরা চাইনা এই বদ্ধ সময়
টাকার পেছনে ছোটা ।
আমরা চাইনা আজ মানুষ ভুলে
দেখতে শুধু কোঠা ।
আমরা চাইনা এই চিড়িয়াখানা
হোকনা প্রতিবাদ ।
চাইছি শুধু হিংসা ভুলে
একটু গরম ভাত ।।