(কাজী নজরুল ইসলাম এর লেখা থেকে কিছুলাইন নিয়ে লেখা ।)


"অন্তরে তুমি আছো চিরদিন
ওগো অন্তরজামি."
তোমার গানে মুগ্ধ ভারত
তার মধ্যে আমি।
"মনেপরে আজ এ কোন জনমে"
তোমাকে ঘিড়ে বেচে থাকা
জিবনো মরমে।
"হলুদ গাঁদার ফুল"
তোমার সুরে আমি ব্যকুল।
আমার গলায় তোমার গানের শুর দিলে
"শুরের বানী মালা দিয়ে তুমি
আমারে ছুঁইয়াছিলে"।
দেশ বিদেশে স্মৃতির পাহাড়
জ্বলছে তোমার বেগ,
"আমায় নহে গো " সে তো
"পরদেশী মেঘ "।
বাড়ায় স্মৃতি ,হাড়ায় বাণী
তোমার স্বপ্নটিতে
"হারানো হইয়া নিকুঞ্জ পথে "।
তোমার গানে তোমার সুরে
বইছে আবার নদী ,
বইছে বাতাস গাইছে পাখী
"শাওনো রাতে যদি "।