একটা পাখি সে একাকী
বসেছিল গাছের শাখায় ,
ডানা মেলে ওই নীল আকাশে
কোথায় যেন উড়ে যায় ।
যেন দূরের ওই নীলিমায়
মুক্তির স্বাদ খোঁজে সে ,
ফিরে এলে আমি বলব তারে
তোর কি সঙ্গী নাই ,
আমিও বড় একাকী
সাথী কর আমায়।
বাঁধন ছিঁড়ে চলো দেব পারি
ওই দূর পথের কিনারায় ।।